হুগলী জেলার একটি অত্যন্ত ঐতিহ্য মন্ডিত সুপ্রাচীন বানিজ্যিক পদমর্যাদা পূর্ণ ঐতিহাসিক ক্ষেত্র সমন্বিত একটি ছোট্ট গ্রাম হলো দেওয়ানগঞ্জ
হুগলী জেলার একটি অত্যন্ত ঐতিহ্য মন্ডিত সুপ্রাচীন বানিজ্যিক পদমর্যাদা পূর্ণ ঐতিহাসিক ক্ষেত্র সমন্বিত একটি ছোট্ট গ্রাম হলো দেওয়ানগঞ্জ। যে গ্রামের পবিত্র ভূমিকে স্পর্শ করে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী এবং সেই নদীর পার্শ্ববর্তী গ্রামে আমাদের "রামকৃষ্ণ কথামৃত" উল্লিখিত ঠাকুর রামকৃষ্ণের আর্শীবাদ প্রাপ্ত বংশী মোদকের ঘর, যেখানে ঐ নদী পথেই এক বর্ষা মুখর সন্ধ্যায় ফেরার পথে প্রবল বৃষ্টিতে আটকে গিয়ে তিনদিন যাবৎ মা, ঠাকুর ও ভাগ্নে হৃদয় তাঁর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেই পবিত্র গৃহে দাঁড়িয়ে গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে সৌষ্ঠবের পক্ষ থেকে অসংখ্য অসহায় দরিদ্র দুঃস্থ শিশুদের হাতে কেক, বিস্কুট, লাড্ডু ও পেন তুলে দেওয়া হল ঠাকুর,মা ও গণেশের কৃপাতে।






Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh