ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন উপলক্ষে আমরা সৌষ্ঠবের কর্মীবৃন্দরা পৌঁছে গেলাম হুগলী জেলার একটি ছোট্ট গ্রাম খিরিতে
শিক্ষক বলতে প্রথম মনে পড়ে আমাদের জীবনের প্রথম শিক্ষক আমাদের মাতা পিতা ও পরবর্তী জীবনের আমাদের শিক্ষক আমাদের গুরুজন ব্যাক্তিরা ও শিক্ষক শিক্ষিকারা। সেই শিক্ষক দিবসে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন উপলক্ষে আমরা সৌষ্ঠবের কর্মীবৃন্দরা পৌঁছে গেলাম হুগলী জেলার একটি ছোট্ট গ্রাম খিরিতে। যেখানে মা খিরাই চন্ডী দেবী বিরাজমান। সেখানেই রামকৃষ্ণ সারদা আশ্রমে শিক্ষক দিবস উপলক্ষে শিশুদের হাতে কেক, বিস্কুট, মিষ্টি ও পেন তুলে দেওয়া হল খিরাই চন্ডী দেবীর আর্শীবাদে ও ঠাকুর মায়ের কৃপাতে।







Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh