"বাজলো তোমার আলোর বেণু মাতলো যে ভুবন।" সমগ্র ভুবনকে মাতিয়ে আনন্দময়ী মা মৃন্ময়ী রূপী থেকে চিন্ময়ী রূপে মর্ত্যে আবির্ভূতা হলেন
"বাজলো তোমার আলোর বেণু মাতলো যে ভুবন।" সমগ্র ভুবনকে মাতিয়ে আনন্দময়ী মা মৃন্ময়ী রূপী থেকে চিন্ময়ী রূপে মর্ত্যে আবির্ভূতা হলেন ,আর সেই আনন্দলোক রসলোককে প্রানোদীপ্ত করে মহা নবমীর পুণ্য লগ্নের পূণ্য ক্ষণে সৌষ্ঠবের কর্মীবৃন্দরা পৌঁছে গেল শহরতলী ছাড়িয়ে গ্রামের মাটির টানে মানুষের কাছে হুগলী জেলার রাধাবল্লভপুর গ্রামে সেই বিখ্যাত বংশী মোদকের বাড়িতে, যেখানে ঠাকুর রামকৃষ্ণ,সারদা মা ও ভাগ্নে হৃদয়ের চরণ পড়েছিল,এবং সেখানে তাঁরা বৃষ্টির দরুন আটকিয়ে তিনদিন অতিবাহিত করেছিলেন।সেখানকার অসহায় দরিদ্র মানুষেরা পূজোর আনন্দ থেকে বহু ক্রোশ দূরে ,তাই সেখানকার মানুষদের সাথে দুর্গা পূজোর আনন্দ জোয়ারে মেতে উঠে মহা নবমীর নবরাত্রি উপলক্ষে সৌষ্ঠবের কর্মীবৃন্দরা ৫০০০ এর বেশী লোকেদের নরনারায়ণ সেবা করা হল ঠাকুর, মা,ও মা দুর্গার অশেষ কৃপাতে।










Copyright © 2024 Sousthab
Developed by Priyadarshan Ghosh