রামচন্দ্র আশ্বিন মাসের দশমী তিথিতে রাবণকে বধ করে সীতাকে নিয়ে অযোধ‍্যায় ফিরেছিলেন।আর সেই দিনটিকে স্মরণে রেখে দশমী তিথিতে বিজয় দশমী বা “দশেরা” উৎসব অনুষ্ঠিত হয়।

রামচন্দ্র আশ্বিন মাসের দশমী তিথিতে রাবণকে বধ করে সীতাকে নিয়ে অযোধ‍্যায় ফিরেছিলেন।আর সেই দিনটিকে স্মরণে রেখে দশমী তিথিতে বিজয় দশমী বা "দশেরা" উৎসব অনুষ্ঠিত হয়।

বিজয় শব্দের অর্থ জয় লাভ আর বিজয়া উৎসব অনুষ্ঠিত হয় সেই জয় লাভের আনন্দকে উদযাপিত করার জন্য। বাল্মীকি রচিত রামায়ণে রামচন্দ্র আশ্বিন মাসের দশমী তিথিতে রাবণকে বধ করে সীতাকে নিয়ে অযোধ‍্যায় ফিরেছিলেন।আর সেই দিনটিকে স্মরণে রেখে দশমী তিথিতে বিজয় দশমী বা "দশেরা" উৎসব অনুষ্ঠিত হয়। আবার অপরদিকে একথা ও বলা হয় -" কবে যাবে বলো গিরিরাজ গৌরীকে আনিতে।ব‍্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতেহে।সতিনী সরলা নহে, স্বামী যে শ্মশানে রহে, তুমি যে পাষাণ তাহে,না করো মনে হে।"দুর্গা কৈলাস থেকে বাপের বাড়িতে ৪ দিন থেকে দশমীতে ফিরে যান নিজের বাড়িতে তাই সেইদিন সিঁদুর খেলা, মিষ্টি খাওয়ার মধ্যে দিয়ে এই দিনটি পালিত হয়।আর তাই এই দিনটির মাহাত্ম‍্যকে স্মরণে রেখে সৌষ্ঠবের কর্মীবৃন্দরা তাদের সৌষ্ঠব আশ্রমে বিজয় সম্মেলনী উৎসব উদযাপন করলো খাওয়া দাওয়া নাচ,গান ও আনন্দের মধ্যে দিয়ে।

Copyright © 2023 Sousthab  
Developed  by
Priyadarshan Ghosh

0

💬 Need Help chatting with us?