বিষ্ণুপুরে দরিদ্র আদিবাসী অধ্যুষিত বাবুর ডাঙা নামক গ্রামে

বিষ্ণুপুরে দরিদ্র আদিবাসী অধ্যুষিত বাবুর ডাঙা নামক গ্রামে

সৌষ্ঠব মানে শুধু কুসুম থেকে তাকে প্রস্ফুটিত ফুলে রূপান্তর করাই নয়, সৌষ্ঠব মানে "কর্ম হি কেবলম্" সৌষ্ঠব মানে নিরলস কর্ম করা।আর আমরা আমাদের এই নিরলস কর্মের দ্বারাই বারবার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে এগিয়ে গিয়েছি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণকে বিপন্ন করেও ছুটে গিয়েছি মানুষের পাশে মানুষের সাথে দাঁড়াতে। আজকের এই ভয়াবহতা,ত্র্যস্ততার মধ্যে মানুষের প্রাণ যখন নিবু নিবু হয়ে উঠেছে শহরতলীর মানুষ যখন এই করোনার আতঙ্কে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে নিজের প্রাণ বাঁচাতে সশব্যাস্ত হয়ে উঠেছে তখন সৌষ্ঠব অর্গানাইজেশন এর কর্মীবৃন্দরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে বিপদকে দূরে ঠেলে বিবেকানন্দের "জীবে প্রেম করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর।" এই বেদ বাক্যকে অনুসৃত করে করোনা ভাইরাসের আতঙ্কে ভীত মানুষদের পাশে দাঁড়াতে তাদেরকে এই ভয়াবহ মহামারীর ন্যায় বিপদ থেকে কিভাবে নিজেদের রক্ষা করবে অজানা রোগের হাত থেকে নিজেদের বাঁচাতে কি কি সর্তকতা অবলম্বন করা উচিত তা সম্পর্কে অবলোকিত করাতে সৌষ্ঠব (সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন)এর কর্মীবৃন্দরা এবারে পৌঁছে গেলো বিষ্ণুপুরে দরিদ্র আদিবাসী অধ্যুষিত বাবুর ডাঙা নামক গ্রামে সেখানে মানুষের করোনা সচেতনতা বাড়াতে তা মোকাবিলা করার উদ্দেশ্যে তাদের হাতে hand sanitizer,মাস্ক , বস্ত্র,খাদ্য হাতে তুলে দিতে সক্ষম হয়েছি ঠাকুর,মা ও স্বামী জীর কৃপাতে। এবং তাঁদের আর্শীবাদের হাত আমাদের মাথার ওপর থাকলে আমরা নিশ্চয়ই এই বিপদ থেকে রক্ষা পাবো।তাই চলুন আমরা একসাথে প্রার্থনা করি-"বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়।"

Copyright © 2023 Sousthab  
Developed  by
Priyadarshan Ghosh

0

💬 Need Help chatting with us?