আজ সারা পৃথিবীতে যখন করোনা নামক এক ভয়াবহতা, আতঙ্ক, সর্বস্তরের মানুষকে গ্রাস করতে চলেছে, জীবন নামক নৌকায় আজ মানুষ যেভাবেই হোক প্রাণপন বাঁচার ইচ্ছায় ও মহামারীর থেকে মুক্তি লাভের আশায় ঈশ্বরকে স্মরণ করছে।
আজ সারা পৃথিবীতে যখন করোনা নামক এক ভয়াবহতা, আতঙ্ক, সর্বস্তরের মানুষকে গ্রাস করতে চলেছে, জীবন নামক নৌকায় আজ মানুষ যেভাবেই হোক প্রাণপন বাঁচার ইচ্ছায় ও মহামারীর থেকে মুক্তি লাভের আশায় ঈশ্বরকে স্মরণ করছে। তাই এই পরিস্থিতিতে সরকারের লক ডাউন অবস্থার বিধি মেনে সৌষ্ঠব (সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন)এর পক্ষ থেকে সেইসব অসহায় মানুষদের পাশে দাঁড়াবার একটি ক্ষুদ্র প্রয়াস নিয়ে তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কিছু অসহায় পরিবারদের হাতে চাল, আলু,সর্ষের তেল, বিস্কুট, ও সাবান তুলে দেওয়া হলো ঠাকুর ,মা ,ও স্বামী জীর কৃপাতে।











Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh