করোনা
"আমার সোনার দেশে অবশেষে মন্বন্তর নামে, জমে ভিড় ভ্রষ্ট নীড় নগরে ও গ্রামে, দুর্ভিক্ষের জীবন্ত মিছিল,প্রত্যেক নিরন্ন প্রাণে বয়ে আনে অনিবার্য মিল।" তেতাল্লিশ এর দুর্ভিক্ষ বা ১৩৫০ বঙ্গাব্দের বিরাট খাদ্যাভাব বা প্লেগ, বসন্তের মতো বর্তমানে ১৪২৭ বঙ্গাব্দে করোনা নামক দানবের দৌড়াত্মিতে ভয়াবহ করাল গ্রাস সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের রাষ্ট্রিয় ভাবনাকে নাড়িয়ে দিতে সক্ষম হয়ে উঠছে। আ -সমুদ্র হিমাচল এই করোনার মারণ ছোবলে ত্রাহি ত্রাহি রবে আর্তনাদ করে উঠছে।এই রকম সঙ্কটকালীন অবস্থায় মানুষ দুবেলা দুমুঠো অন্ন মুখে তুলতে পারছে না। সদ্যোজাত শিশু কে জন্ম দিয়ে সেই মা খাদ্য, ওষুধের অভাবে উঠে দাঁড়াতে পারছে না। অভুক্ত শিশু খাবারের জন্য কেঁদে কেঁদে মায়ের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছে। চোখের চাউনির ঝাপসানিতে বৃদ্ধ বৃদ্ধা যখন স্খলিত পায়ে জড়ানো পদক্ষেপে নড়বড়ে লাঠিতে ভড় দিয়ে খাদ্যের সন্ধানে যাচ্ছে।সেইরূপ অবস্থায় হুগলী জেলার দরিদ্র অসহায় গ্রামে পৌঁছে গিয়ে ঠাকুর,মা ও স্বামী জীর ইচ্ছাতে সেইসব মানুষদের পাশে দাঁড়িয়ে সৌষ্ঠব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর কর্মীবৃন্দরা সেইসব দুস্থ, শিশু, বৃদ্ধ ও সদ্যোজাত শিশুর জন্মদাত্রী মাকে ও সেখানে উপস্থিত আর্ত মানুষদের দুধ,চাল,ডাল,আলু, সর্ষের তেল, বিস্কুট, সাবান, মুড়ি,মুগ কলাই ও খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র বাচ্চাদের গেঞ্জি ও শাড়ি তুলে দেওয়া হলো ঠাকুর ,মায়ের কৃপাতে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা ই করি তিনি যেন এই বিপদ থেকে তার সকল সন্তানদের রক্ষা করেন। "ওঁ সর্ব্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্রম্ব্যকে গৌরী নারায়ণী নমোঽস্তুতে।।"

















Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh