"জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।"
আজকের ২৩শে জুন এক অত্যন্ত পবিত্র পুণ্য তিথি। যেখানে একদিকে ধরিত্রী মা রজস্বলা দেবী কামাখ্যা মায়ের অম্বাবাচী অপরদিকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।এই দ এবং সেখানে অন্ন ভান্ডার দেওয়া হলো। এবং অসহায়, দরিদ্র,অনাথ মানুষদের হাতে কেক, বিস্কুট,চাল,ডাল,তেল,সাবান,আলু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো ঠাকুর মা ও জগন্নাথ দেবের কৃপাতে।