Sousthab > কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিন
"মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে।
মানবের মাঝে আমি বাঁচিতে
চাই।"
প্রাণ নাশকর এই মরণ রাক্ষস করোনার হাতে আজ বিশ্ব সংসার ত্র্যস্ত, ভীত, অসহায় তবুও আমাদের বাঁচার আশায় আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিন ২৫শে বৈশাখ ও শুভ মাতৃ দিবস উৎসব উপলক্ষে সৌষ্ঠব আশ্রমের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষদের হাতে কেক, বিস্কুট মিষ্টি, লজেন্স, মাস্ক,ও অন্ন ভান্ডারা দেওয়া হলো জগজ্জননী সারদা মা ও ঠাকুরের কৃপাতে