মাতৃ জঠোর থেকে একটি শিশু ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর আলো দেখে।একটি শিশু একটি সদ্য প্রস্ফুটিত কুসুম,সেই কুসুমকে পূর্ণ
বিকশিত করে তোলাই হল সৌষ্টব।আর সেই বিকশিত কুসুমকে সৌন্দর্য দান করার কাজ ই হল সৌষ্টবের উদ্দেশ্য।
শিশু শিক্ষার জনক রুশোর মতানুসারে প্রকৃতির কোলে শিশুর স্বতঃস্ফূর্ত শিক্ষাই শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ঘটায় তথা সৌষ্টব তথা সৌন্দর্যের বিকাশ ঘটায়।
”দেখ চেয়ে চারিদিকে হৃদয়প্রসারী,ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ এ মানি প্রেম ভরিয়া লহ শূণ্য এ জীবনে……”।
চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করলে আমরা শুধু দেখতে পাই দারিদ্রতা,স্বার্থপরতা অসহায়তা মানুষের আমিত্বে ডুবে থাকা,অভুক্ত অনাথ ,না খেতে পাওয়া অপৌষ্টিক শিশুগুলি বড়ই অসহায়।আমরা যে সবটা পুর্ণ করব তার সামর্থই বা কতটুকু?তবুও এই অভুক্ত অনাথ শিশুদের মুখে যদি একবেলা একটু অন্ন তুলে দেওয়ার একটা ক্ষুদ্র প্রয়াস করি ,ঈশ্বরের প্রতি কামনা জানিয়ে এই মনের সুপ্ত ইচ্ছাকে প্রস্ফুটিত করাই আমাদের কর্মধারার একটি অঙ্গ।
শৈশবকাল হইতে বয়স বৃদ্ধির সাথে সাথে সামাজিক সেবামূলক বিভিন্ন কর্মকান্ডের মধ্যে লিপ্ত থেকে জীবনের না না উত্থান পতনের মধ্যে আমার সঙ্গীদের নিয়ে মনের এই সুপ্ত বাসনাকে চরিতার্থ করার উদ্দেশ্য আমার এই সৃষ্টি সৌষ্ঠব।মনের আত্মতৃপ্তি সু কর্মের দ্বারাই সম্ভব। সেই মনের আত্মতৃপ্তি পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হয়ে সমাজের অপাংক্তেয়,অবহেলিত অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে সেই কর্মে লিপ্ত থাকতে চাই।তাইতো গীতায় ভগবান বলেছেন——
“কর্মেণ্যেবধিকরস্তে মা ফলেষু কদাচন্।
মা কর্মফলহেতুভৃর্মাতে সঙ্গোহস্ত্বকর্মণি।।”
Medicine
nutrition
Cloth
good health
best education
help is our main goal!
social works such as providing med care and financial support
For the education of under privilege children, providing medical support to pregnant and lactating mothers. providing food packages and relief materials to poor people which is possible to be done by our trust.