সৌষ্ঠব আশ্রমের (সৌষ্ঠব ওয়েলফেয়ার অর্গানাইজেশন)এর পক্ষ থেকে মা অন্নপূর্ণার পূজা
২১.০৪.২০২১ বুধবার আজ চৈত্র নবরাত্রির অষ্টমী তিথি। কাশী বাসিনী দেবী অন্নপূর্ণার পূজা। তাই এই পুণ্য তিথিতে সৌষ্ঠব আশ্রমের (সৌষ্ঠব ওয়েলফেয়ার অর্গানাইজেশন)এর পক্ষ থেকে মা অন্নপূর্ণার পূজা অর্চনা,যজ্ঞাহূতি ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হলো। এবং তিনি সকল বিশ্ববাসীকে এই মহামারীর হাত থেকে রক্ষা করুন ও সকল জীবজন্তু, পীড়িত, ক্ষুধার্ত মানুষগুলোর মুখে অন্ন প্রদান করুন এই আমাদের প্রার্থনা। "প্রথম আদি তব শক্তি-- আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে ॥ তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, জাগিছে নব নব রসে হৃদয়ে মনে ॥ তোমার চিদাকাশে ভাতে সূরয চন্দ্র তারা, প্রাণতরঙ্গ উঠে পবনে।"






Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh