"ন কর্মনামনারম্ভান্ নৈস্কর্ম্যং পুরুষোঽশ্লুতে।
ন চ সন্ন্যাসমনাদেব সিদ্ধঃ সমাধিগচ্ছতি।।"
কর্মের অনুষ্ঠান না করলে যেমন কর্মফল থেকে মুক্ত হওয়া যায়না। তেমন কর্মত্যাগ করলেও সিদ্ধিলাভ করা যায়না। তাই সৌষ্ঠবের মূল মন্ত্র হলো- কর্মের দ্বারা জীব সেবা। আর তাই কর্ম পাশে আবদ্ধ হয়ে বারবার ছুটে গেছে সেই সব অসহায়, ক্ষুধার্ত, পীড়িত মানুষদের পাশে দাঁড়াতে, তাদের হাত ধরতে। তাই ১০ই জুন ফলহারিণী কালী পূজা উৎসব উপলক্ষে সৌষ্ঠব আশ্রমে সারদা মায়ের পূজা,হোম এবং দরিদ্র নরনারায়ণ সেবা ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত করা হলো ঠাকুর,মা, স্বামীজির কৃপাতে।