সুন্দরবন ত্রাণ
"জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর।" তাই এই বাণীকে স্মরণে রেখেই আমরা আমাদের কর্মপ্রবাহকে ৩৬৫ দিন অবিরত রেখে চলেছি। কারণ এটাই আমাদের উদ্দেশ্য যে সমাজের সকল স্তরে আর্ত, অসহায়, দরিদ্র, বিপদ গ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো। তাই গত বছর ২০২০ সালের এপ্রিল মাস থেকে লাগাতার ৭ মাস ধরে আমার সৌষ্ঠবের কর্মীবৃন্দরা অনলস পরিশ্রমের দ্বারা দরিদ্র নরনারায়ণ সেবা করে আসছি। এবং সেই চেষ্টাকে অবিরত রেখে এবছরেও মে মাসের লক ডাউনের পর থেকে নরনারায়ণ সেবা ও প্রাকৃতিক বির্পযয় 'yash' এ সেই বিপদ সঙ্কুল সুন্দরবনে ত্রাণ দিতে ছুটে গেছে বারবার সেই মানুষগুলোর ডাকে। তাই আজো দশহারার দিনে আমরা পুনরায় তাদের ডাকে আবার ছুটে গেলাম চাল, ডাল, তেল, মুড়ি, চিঁড়ে, কেক, বিস্কুট, ওষুধ, মাস্ক পানীয় জল, আটা, ময়দা , মোমবাতি ইত্যাদি সামগ্রী দিতে ঠাকুর মায়ের কৃপাতে।










Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh