"রথযাত্রা লোকারন্য মহা ধূমধাম
ভক্তেরা লুটায়ে করিছে প্রণাম।"
সেই রথযাত্রার মহা পুণ্য লগ্নেই আজ থেকে পঁচিশ বছর আগে সৌষ্ঠব ট্রাস্টের জন্ম হয়। তাই তার জন্মদিনকে ঘিরে আমরা সকলেই আনন্দ উৎসবে মেতে উঠলাম।রথ উৎসবের দিনে।এবং তার সাথে আমাদের কর্মপ্রবাহতাকে অক্ষুন্ন রেখে দরিদ্র নরনারায়ণ সেবা করা হলো ও চাল, ডাল, তেল, নুন, মাস্ক, স্যানেটাইজার দেওয়া হলো ঠাকুর মা ও জগন্নাথ দেবের কৃপায়।