৭৫ তম স্বাধীনতা দিবস উৎসব ও ঋষি অরবিন্দের ১৫০ তম জন্ম শত বার্ষিকী উৎসব
Sousthab > ৭৫ তম স্বাধীনতা দিবস উৎসব ও ঋষি অরবিন্দের ১৫০ তম জন্ম শত বার্ষিকী উৎসব
৭৫ তম স্বাধীনতা দিবস উৎসব ও ঋষি অরবিন্দের ১৫০ তম জন্ম শত বার্ষিকী উৎসব
উঠো গো ভারত লক্ষ্মী উঠো আদি জগত জন পূজ্যা
দৈন সব নাশি, করো দূরিত ভারত লজ্জা।
আজকে ৭৫ তম স্বাধীনতা দিবস উৎসব ও ঋষি অরবিন্দের ১৫০ তম জন্ম শত বার্ষিকী উৎসব উদযাপন উপলক্ষে সৌষ্ঠব জন কল্যাণ আশ্রমের পক্ষ থেকে বন্যা দূর্গত এলাকায় অসহায়, সম্বলহীন দরিদ্র মানুষদের হাতে মুড়ি, বিস্কুট, মিষ্টি, সাবান, মাস্ক, ও আন্ন ভান্ডারা দেওয়া হলো ঠাকুর মায়ের কৃপাতে।