৭৩ তম স্বাধীনতার আনন্দ জোয়ারের ধারায় ভেসে সেই সুখময় ক্ষণ ও রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভ্রাতৃত্বকে একসূত্রে বেঁধে রাখার সেই পবিত্র বন্ধন রাখী বন্ধন উৎসব
"কারা এ লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষান বেদী।" পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে ৭৩ তম স্বাধীনতার আনন্দ জোয়ারের ধারায় ভেসে সেই সুখময় ক্ষণ ও রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভ্রাতৃত্বকে একসূত্রে বেঁধে রাখার সেই পবিত্র বন্ধন রাখী বন্ধন উৎসবে সৌষ্ঠবের কর্মীবৃন্দরা তাদের সৌষ্ঠব আশ্রমে একে অপরকে রাখী বন্ধনে আবদ্ধ করে মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করে তুললো ঠাকুর ও মায়ের কৃপাতে এবং সেখানে এক বিপুল সংখ্যক নরনারায়ণ সেবায় নিয়োজিত হল।








Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh