বিদ্যাসাগরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হুগলী জেলার রাধাবল্লভপুর গ্রামে

বিদ্যাসাগরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হুগলী জেলার রাধাবল্লভপুর গ্রামে

মাতৃ ক্রোরে শিশুর প্রথম মাতৃভাষার বুলি ফোটে যে বর্ণমালার শব্দ সিঞ্চনের দ্বারা সেই বর্ণপরিচয়ের প্রবর্তক ,নবজাগরণের পথ প্রদর্শক ও বিধবা বিবাহের প্রবর্তক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হুগলী জেলার রাধাবল্লভপুর গ্রামের রামকৃষ্ণ সারদা আশ্রমের গ্রন্থাগার উন্নয়ন কল্পে সৌষ্ঠবের পক্ষ থেকে ২০০ পিস পুস্তক তুলে দেওয়া হল মন্দির কর্তৃপক্ষের হাতে ঠাকুর ও মায়ের কৃপাতে।

Copyright © 2023 Sousthab  
Developed  by
Priyadarshan Ghosh

0

💬 Need Help chatting with us?