প্রেত পক্ষের সমাপ্তি ও দেবী পক্ষের সূচনার,এই সন্ধিক্ষণ হল মহালয়া
প্রেত পক্ষের সমাপ্তি ও দেবী পক্ষের সূচনার,এই সন্ধিক্ষণ হল মহালয়া।এই মহালয়ার পরই নবরাত্রির সূচনা হয় নয়দিন ব্যাপী দেবী দুর্গার বিভিন্ন রূপের পূজা হয়। এছাড়াও এই মহালয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তর্পণ।এই দিনে ধর্মীয় রীতি অনুযায়ী সকল মানুষ তাঁদের স্বর্গ প্রাপ্তি পিতৃ পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গায় তিল অর্পণ করে তাঁদের স্বর্গীয় পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করে।আর এই দুই মহাপুণ্য যোগের ক্ষণে সৌষ্ঠবের কর্মীবৃন্দরা গঙ্গা পাড়ে তর্পণ সেড়ে অজস্র অসহায় মানুষদের হাতে কিছু খাবার তুলে দিল ঠাকুর ও মায়ের কৃপাতে।




Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh