শরতের শিউলির গন্ধে চারিদিকে মাতোয়ারা করে শারদীয়ার মহা ষষ্ঠীতে মা দুর্গার বোধন
"বসিয়াছো কেন আপন মনে,স্বার্থ নিমগনো কি কারণে। চারিদিকে দেখ চাহি হৃদয় প্রসারিয়া, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি।" শরতের শিউলির গন্ধে চারিদিকে মাতোয়ারা করে শারদীয়ার মহা ষষ্ঠীতে মা দুর্গার বোধন আজকে প্রভাতের রবির কিরণকে সকলের হৃদয়কে সহস্র গুণে প্রদীপ্ত করে তুলেছে।আর সেই আনন্দ ঝংকারে চারিদিকে হুল্লোড়, আমোদে ডুবে থাকলেও আমরা কিন্তু আমাদের ছোট্ট ক্ষুদ্র স্বার্থ সীমানার প্রাচীরেই আবদ্ধ থাকি, তার বাইরে ও যে একটা সুন্দর জগৎ আছে যেখানে অনেক দুঃস্থ শিশু, মানুষ চেয়ে থাকে ঐ আলোর পানে কিন্তু তারা অসহায়। তাই তাদের দিকে দৃষ্টিপাত করে আজকের এই শুভ ক্ষণে সৌষ্ঠবের কর্মীবৃন্দরা পৌঁছে গেল সেই অষ্টাদশ শতাব্দীর ইতিহাস খ্যাত বাঙালী শাক্ত কবি ও সাধক যিনি বাংলা ভাষায় দেবী কালীর উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্য সমধিক পরিচিত যাঁর পৃষ্ঠপোশক ছিলেন স্বয়ং নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র যিনি "কালীকীর্তন","বিদ্যাসুন্দরের" মতো শক্তি গীতি রচনা করেছেন এবং সর্বোপরি যাঁর সম্পর্কে বাংলার ঘরে ঘরে সেই কিংবদন্তি প্রচলিত স্বয়ং মা কালী এসে যাঁর ঘরের বেড়া নিজে হাতে বেঁধে দিয়েছিলেন সেই বিখ্যাত কালী সাধক শাক্ত গীতি রচয়িতা ও গায়ক রামপ্রসাদ সেনের জন্ম ভিটা,ঘাট এবং তৎসংলগ্নস্থ নিগমানন্দের আশ্রম এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের অষ্টসখীর একজন যাঁর সবকিছু জরিয়ে রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরকে ঘিরে সেই রানী রাসমণির ভিটা এবং দক্ষিণেশ্বরের অনূকল্পে নির্মিত গঙ্গার তীরবর্তী কালী মন্দির প্রাঙ্গণে অজস্র অসহায় দরিদ্র দুঃস্থ শিশু ও মানুষদের হাতে পূজোর নতুন জামা-কাপড় ও বিস্কুট ও খাবার তুলে দেওয়া হলো ঠাকুর মা ও মা দুর্গার কৃপাতে।

























Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh