ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণের ১৩১তম জন্ম শত বার্ষিকীতে children's day উপলক্ষে Sousthab, social welfare organisation
স্বাধীন ভারতের সর্ব প্রথম উপরাষ্ট্রপতি ও পরবর্তী বছরে ভারতের রাষ্ট্রপতি হিসাবে আমাদের সকলের পরিচিত ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণের ১৩১তম জন্ম শত বার্ষিকীতে children's day উপলক্ষে Sousthab, social welfare organisation এর পক্ষ থেকে আবার সকল কর্মীবৃন্দরা পৌঁছে গেলো রানীগঞ্জ নিকটস্থ একটি ছোট্ট অত্যন্ত গরীব আদিবাসী অধ্যুষিত পাবরা গ্রামে। সেখানকার ছোট ছোট শিশুদের সাথে নাচ,গান, আবৃত্তি, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আনন্দ উৎসবে মেতে উঠলাম আমরা সকলে।এবং সেখানকার বিবেকানন্দ সেবা সমিতি ও মা সারদা শিশু কল্যাণ কেন্দ্রর অজস্র দুঃস্থ ,দরিদ্র শিক্ষার্থীদের হাতে কেক, বিস্কুট,পেন, মিষ্টি, লজেন্স ও অন্ন ভান্ডারা করা হল ঠাকুর মা ও স্বামীজীর কৃপাতে।















Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh