২৩ শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও বগলা মায়ের আর্বিভাব তিথি উপলক্ষ

২৩ শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও বগলা মায়ের আর্বিভাব তিথি উপলক্ষ

২৩ শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও বগলা মায়ের আর্বিভাব তিথি উপলক্ষে সৌষ্ঠব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে এই পুণ্য লগ্নের এক মাহেন্দ্র ক্ষণকে সাক্ষী রেখে এক মহা যজ্ঞের আয়োজন করেছিল। যেখানে বিভিন্ন মঠ,মিশন ও আশ্রমের মহারাজেরা উপস্থিত ছিলেন।ছিল নানান অনুষ্ঠান।মঙ্গলাচরন,বেদ পাঠ,কথামৃত পাঠ ইত্যাদি বহুবিধ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বহু জ্ঞানী গুণী মানুষেরা। এসেছিল দূর-দূরান্ত থেকে অসহায় অনাথ শিশুরা, আদিবাসী বাচ্চারা, সেখানে তাদের শীতকালীন কম্বল বিতরণ,পেন, মিষ্টি,কেক, বিস্কুট,ও অন্ন ভান্ডারা ও নরনারায়ণ সেবা করা হল ঠাকুর ও মায়ের কৃপাতে।

Copyright © 2023 Sousthab  
Developed  by
Priyadarshan Ghosh

0

💬 Need Help chatting with us?