দোল পূর্ণিমার শুভ ক্ষণে আমরা সৌষ্ঠব (social welfare organisation) এর পক্ষ থেকে সকল সদস্য ছুটে চললাম গভীর জঙ্গলে ঘেরা বাংলার আমাজন জয়পুর জঙ্গলে।

দোল পূর্ণিমার শুভ ক্ষণে আমরা সৌষ্ঠব (social welfare organisation) এর পক্ষ থেকে সকল সদস্য ছুটে চললাম গভীর জঙ্গলে ঘেরা বাংলার আমাজন জয়পুর জঙ্গলে।

"নীল দিগন্তে ঐ ফুলের আগুন লাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো।" হ্যাঁ বসন্তে শুভারম্ভে দোল পূর্ণিমার শুভ ক্ষণে আমরা সৌষ্ঠব ( social welfare organisation) এর পক্ষ থেকে সকল সদস্য ছুটে চললাম গভীর জঙ্গলে ঘেরা বাংলার আমাজন জয়পুর জঙ্গলে। যেখানে আদিবাসীদের মাদলের তালে আর ফাগের রঙে রাঙিয়ে তুললো একে অপরকে।সেখানে দরিদ্র মানুষগুলোর সাথে অন্তরের আনন্দকে একাত্ম্য করে তুলতে এবং অসহায়, দরিদ্র,সহায় সম্বলহীন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ও দুঃস্থ শিশুদের হাতে কেক, বিস্কুট, লজেন্স, মিষ্টি,পেন, নতুন বস্ত্র, ওষুধ ও অন্ন ভান্ডারা দেওয়া হল ঠাকুর মা ও স্বামীজির কৃপাতে।

Copyright © 2023 Sousthab  
Developed  by
Priyadarshan Ghosh

0

💬 Need Help chatting with us?