জগজ্জননী মা সারদা দেবীকে মাতৃ জ্ঞানে ফলহারিণী পূজো
Sousthab > জগজ্জননী মা সারদা দেবীকে মাতৃ জ্ঞানে ফলহারিণী পূজো
জগজ্জননী মা সারদা দেবীকে মাতৃ জ্ঞানে ফলহারিণী পূজো
"ওঁ কালি কালি মহাকালি কালিকে পরমেশ্বরী।
সর্বানন্দাকরে দেবী নারায়ণী নমোঽস্তুতে।।"
১৮২০ বঙ্গাব্দের জৈষ্ঠ্য মাসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব জগজ্জননী মা সারদা দেবীকে মাতৃ জ্ঞানে ফলহারিণী পূজোর দিনে পূজো করেন মোক্ষপ্রাপ্তির উদ্দেশ্য।তাই আজকের ফলহারিণী তিথিতে আমরা আমাদের সকল শুভ কর্মের ফল মায়ের অতুল রাঙা চরণে অর্পণ করে সৌষ্ঠব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে সৌষ্ঠব আশ্রমে মায়ের পূজা কার্য বিধি সম্পন্ন করা হল ও ঠাকুর মায়ের কৃপাতে দরিদ্র নর- নারায়ণ সেবা করা হলো ঈশ্বরের কৃপাতে।