শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস
"রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিবো।" এই বাণীকে স্মরণ করে এই ভয়াবহ করোনা মহামারী ও বিধ্বংসী আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়, আর্ত, পীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আজ শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে ও একাদশী তিথির পুণ্য ক্ষণে সৌষ্ঠব ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে সকল কর্মীবৃন্দরা পৌঁছে গেলো মাতলা নদীর ধারে সুন্দরবন ও তৎসংলগ্ন ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। তাদের হাতে চাল,ডাল, বিস্কুট,নুন,তেল,সাবান, মুড়ি ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো লোকনাথ বাবার কৃপায়।
















Copyright © 2023 Sousthab
Developed by Priyadarshan Ghosh