২১ শে জুন বিশ্ব যোগ দিবস ও বিশ্ব পিতৃ দিবস উপলক্ষ

২১ শে জুন বিশ্ব যোগ দিবস ও বিশ্ব পিতৃ দিবস উপলক্ষ

"কর্ম হি ও কেবলম্"-এই বেদবাক‍্য‌ই পাঠ করে গেছেন প্রাচীন মুনী,ঋষিরা এবং এই বেদবাক‍্যের মূল কথা ধ‍্যান ও যোগাভ‍্যাস দ্বারা কর্ম করা।কিন্তু বর্তমান যুগে মানুষ প্রচন্ড দ্রুত ,গতিশীল ও ব‍্যাস্ত হয়ে পড়েছে।এই ব‍্যাস্ত জীবনে সবদিকে ব‍্যালান্স রাখার প্রতিযোগিতায় মানুষের মধ‍্যে টেনশন ,দুশ্চিন্তা, উদ্বেগ প্রতি নিয়ত বেড়েই চলছে। তাই এইরকম দুশ্চিন্তার হাত থেকে বাঁচার জন্য প্রয়োজন নিয়মিত ব্যায়াম ও যোগাভ‍্যাস ।তাই ২১ শে জুন বিশ্ব যোগ দিবস ও বিশ্ব পিতৃ দিবস উপলক্ষে প্রভাতে সূর্য উদয়ের সন্ধিক্ষণে সৌষ্ঠবের পক্ষ থেকে বিশ্বের সকল মানুষকে সুস্থ্য, রোগমুক্ত ও দীর্ঘায়ু জীবন লাভের উদ্দেশ্যে ও পিতৃ দিবসে শুভ বার্তা প্রেরণ করা হল।

Copyright © 2023 Sousthab  
Developed  by
Priyadarshan Ghosh

0

💬 Need Help chatting with us?