রাধা কৃষ্ণের পবিত্র ঝুলন যাত্রা ও রাখী বন্ধন উৎসব এই দুই এর সংযোগের এক পবিত্র দিনের শুভ ক্ষণে সৌষ্ঠব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে বাঁকুড়াতে পৌঁছে গেলো তাদের সকল কর্মীবৃন্দরা এই শুভ ক্ষণের সাক্ষী রূপে। এবং সেখানের অসহায় দরিদ্র মানুষদের কেক, বিস্কুট, বস্ত্র,অন্ন ভান্ডারা দেওয়া হলো ও নরনারায়ণ সেবা করা হলো শ্রী কৃষ্ণের কৃপাতে ও ঠাকুর মায়ের আশীর্বাদে।