৭৪তম স্বাধীনতা দিবস

৭৪তম স্বাধীনতা দিবসে

"বল বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারি,নত শির ওই শিখর হিমাদ্রির।।" পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে ১৫ই আগষ্টে ৭৪তম স্বাধীনতা দিবসের আনন্দ হিল্লোলে ভেসে এবং স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের জন্মদিন উৎসব উপলক্ষে সেই সুখময় ক্ষণে সৌষ্ঠব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর কর্মীবৃন্দরা পৌঁছে গেলো বিষ্ণুপুরের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে অসহায় দরিদ্র বাচ্চাদের সাথে নিজেদের আনন্দকে ভাগ করে নিয়ে তাদের হাতে সামান্য কিছু জিনিস চাল,ডাল,তেল,আটা,মাস্ক,কেক, বিস্কুট, লজেন্স তুলে দেওয়া হলো ঠাকুর মা,ও স্বামী জীর কৃপাতে। এবং পতাকা উত্তোলন করলো।

Copyright © 2023 Sousthab  
Developed  by
Priyadarshan Ghosh

0

💬 Need Help chatting with us?