বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে দুঃস্থ, অসহায় দরিদ্র,আর্ত মানুষদের পাশে
Sousthab > বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে দুঃস্থ, অসহায় দরিদ্র,আর্ত মানুষদের পাশে
বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে দুঃস্থ, অসহায় দরিদ্র,আর্ত মানুষদের পাশে
লক ডাউন মুহূর্ত থেকে অদ্য মুহূর্ত পর্যন্ত এই অতিমারী পরিস্থিতিতেও সৌষ্ঠব তার অবিরাম গতিকে জেলায় জেলায় অব্যাহত রেখে তার কর্মধারাকে সুদূর প্রসারী করে তুলেছে। আর সেই কর্মধারার স্রোতে পাল তুলে সৌষ্ঠব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পৌঁছে গেলো বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে দুঃস্থ, অসহায় দরিদ্র,আর্ত মানুষদের পাশে। সেখানে শিশু , দরিদ্রদের হাতে কম্বল,মাস্ক, কেক, বিস্কুট, মিষ্টি,পেন ও অন্ন ভান্ডারা দেওয়া হলো ঠাকুর মা,ও স্বামীজির কৃপাতে।