সুভাষ চন্দ্র বসু'র ১২৫ তম জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
"মোর লাগি করিয়ো না শোক,
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।মোর পাত্র রিক্ত হয় নাই,
শূণ্যেরে করিব পূর্ণ,
এই ব্রত বহিব সদাই।"
★আজ২৩শে জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত, উপমহাদেশের বীর সন্তান "নেতাজী সুভাষ চন্দ্র বসু'র"
১২৫ তম জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।★
এবং তাঁর জন্মদিনকে আরোও স্মরণীয় করে রাখার জন্য সৌষ্ঠব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষদের হাতে কেক, বিস্কুট, লজেন্স, মিষ্টি, কম্বল ও অন্ন ভান্ডারা দেওয়া হলো ঠাকুর মা ও স্বামীজির কৃপাতে।